ফরিদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠনের মিথ্যা ও অবমাননাকর বক্তব্য এবং অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান শামীম। এসময় আরও বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম, ডা. মিজানুর রহমান, ডা. নুরুল ইসলাম রানা, ডা. আল-আমিন সারোয়ারসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, “একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অপপ্রচার চালানো হচ্ছে, যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :