গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিলের পর ফের বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে আগামীকাল রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউর সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।
এর আগে, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশে অংশ নেওয়া কর্মীদের ওপর হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় দিনভর সংঘর্ষে চারজনের মৃত্যু এবং বহু মানুষ আহত হন। পরবর্তীতে ওইদিন রাত ৮টা থেকে শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত একাধিক দফায় কারফিউ জারি করা হয়।
প্রথম দফায় ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি ছিল। এরপর দ্বিতীয় দফায় ১৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৯ জুলাই বেলা ১১টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়। পরে তিন ঘণ্টার বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ পুনরায় জারি করা হয়।
শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় শনিবার রাত থেকে ফের নতুন করে ১০ ঘণ্টার জন্য কারফিউ বাড়ানো হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহিংসতা ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :