ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

খুলনায় হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

কালের সমাজ | খুলনা প্রতিনিধি জুলাই ১৯, ২০২৫, ০৯:৪৯ পিএম খুলনায় হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর পূজাখোলা এলাকার একটি হোটেল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।


শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তোতা মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন হোটেলে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন—বয়রা সেরের বাজার মোড় এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯), তোতা (৬০) ।


এ ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, দুপুরের দিকে হোটেলে তারা অসুস্থ হয়ে পড়লে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকজনের মৃত্যু হয়। পরে তাদের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।


পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!