ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে শ্রমিক সংঘর্ষে বাস চলাচল বন্ধ: আহত ১৫, আতঙ্কে বাসস্ট্যান্ড এলাকা

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি জুলাই ২২, ২০২৫, ০৬:৪৭ পিএম ফরিদপুরে শ্রমিক সংঘর্ষে বাস চলাচল বন্ধ: আহত ১৫, আতঙ্কে বাসস্ট্যান্ড এলাকা

ফরিদপুর মোটর ওয়াকার্স ইউনিয়ন (রেজি নং: বি-১০৫৫)-এর নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে রণক্ষেত্রে পরিণত হয় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা। নির্বাচনী তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া উত্তেজনা পরিণত হয় সংঘর্ষে, যার জেরে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নির্বাচন বাতিলের দাবিতে ইউনিয়নের একাংশের শ্রমিকরা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পরই ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের উপর। এ সময় প্রায় ১০-১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ফরিদপুর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় এবং বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্তজেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।


বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বাস চলাচল বন্ধ থাকায়।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!