সিরাজগঞ্জ সদরের প্রার্থীর সন্তান মির্জা মোস্তফা জামান সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মুজিব সড়ক থেকে গণসংযোগ শুরু করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষকে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে মির্জা মোস্তফা জামান বলেন, “আমার বাবা, সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান এই এলাকার মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। আমি তার সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ শেষ করতে এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”
তিনি আরও যোগ করেন, “দেশ আজ কঠিন সময় পার করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষ দিশেহারা। আপনারা যদি আমাদের ধানের শীষে ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিতে পারেন, তবে আমি এই এলাকার গরিব ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। আমি কোনো নেতা হওয়ার জন্য আসিনি, মানুষদের সেবার জন্য এসেছি।”
মির্জা মোস্তফা জামান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে আমি জনগণের কাছে এসেছি। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”
সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণের আগে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :