সিরাজগঞ্জের কাজিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ইদ্রীস আলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় আ’লীগ নেতা ও স্কুল শিক্ষক আবুল কালাম আজাদকে আদালত কারাগারে প্রেরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর দুপুরে কাজিপুর উপজেলার তেকানী এলাকায় জমি জবর দখলের চেষ্টা করে আবুল কালাম আজাদ। এ সময় জমির মালিকদের সঙ্গে সংঘর্ষে ইদ্রীস আলীকে লোহার সাবল, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। হামলাকারীরা ইদ্রীস আলীর লুঙ্গির কোচায় রাখা ৫২,২৫০ টাকা নগদও ছিনিয়ে নেয়। আহত ইদ্রীস আলীর অবস্থা আশঙ্কাজনক।
মামলার বাদী রাজু আহম্মেদ অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদও দখল করেছেন। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কাজিপুর থানার উপ-পরিদর্শক মাহমুদ হাসান জানান, মামলা দায়েরের পর আসামিদের ধরতে অভিযান চলছে। প্রধান আসামি আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে রিটপিটিশন রয়েছে এবং জমির উপর ইনজাংশন জারি করা আছে। এ ঘটনার মাধ্যমে সিরাজগঞ্জে জমি বিরোধ ও রাজনৈতিক প্রভাব সংক্রান্ত উত্তেজনা আরও তীব্র হয়েছে।
কালের সমাজ//র.ন


আপনার মতামত লিখুন :