বর্তমানে কোনো চলচ্চিত্রে না থাকলেও আলোচনার শীর্ষে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এবং অনুষ্ঠানে অংশ নিয়েই কাটছে তার ব্যস্ত সময়। সম্প্রতি মালয়েশিয়ায় একটি ইভেন্টে অংশ নিতে দেশের বাইরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন একমাত্র সন্তান রাজ্য (পদ্ম)।
সফরকালীন সময়ের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। মালয়েশিয়া ভ্রমণ শেষে দেশে ফিরে সম্প্রতি ঢাকার একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন তিনি। সেখানে তার নজরকাড়া উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।
তবে বিদেশ সফরের রেশ যেন এখনো কাটেনি তার মধ্যে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভ্রমণের কিছু ছবি সম্প্রতি আবারও প্রকাশ করেছেন পরীমণি। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। যেখানে তাকে দেখা যায় বিখ্যাত পেট্রোনাস টাওয়ারের সামনে আকাশি-সাদা শাড়ি পরে পোজ দিতে। এক ছবিতে মুখে হাত দিয়ে, আরেকটিতে হাসিমুখে ‘লাভ সাইন’ একে ভক্তদের কাছে নিজের প্রশান্ত আর আত্মবিশ্বাসী রূপ তুলে ধরেন এই নায়িকা।
ছবির ক্যাপশনে লেখেন, ‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’। ক্যাপশন ও ছবি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই হাজারের বেশি প্রতিক্রিয়া ও মন্তব্য ভরে ওঠে তার পোস্টে।
অনেক ভক্ত মন্তব্যে লেখেন, “অসাধারণ লাগছে”, কেউ কেউ লেখেন, “পরীমণি ফিরছেন তার পুরোনো রূপে”।
উল্লেখ্য, মাতৃত্বের পর নিজেকে আগের মতো ফিট ও গ্ল্যামারাস রূপে ফিরিয়ে আনার চেষ্টা করছেন পরীমণি। যদিও আপাতত নতুন কোনো চলচ্চিত্র প্রকল্পের খবর জানাননি তিনি, তবে সামাজিক মাধ্যমে তার সক্রিয়তা ও প্রস্তুতি দেখে ধারণা করা যাচ্ছে, শিগগিরই নতুনভাবে পর্দায় ফিরতে পারেন এই চিত্রনায়িকা।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :