ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শর্তই কি দীপিকার কাল হল?

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৩, ২০২৫, ১২:০৮ পিএম শর্তই কি দীপিকার কাল হল?

একের পর এক ছবি থেকে দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার খবরে সরগরম বলিউড। প্রথমে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন এ নায়িকা। তার পরেই ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল  থেকে নায়িকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন ওঠে, তা হলে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে দেখা যাবে কোন নায়িকাকে?

ইন্ডাস্ট্রির ভেতরের খবর, দীপিকার পরিবর্তে ওই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে। দর্শকের একাংশের দাবি, এই চরিত্রে প্রিয়ঙ্কাকেই বেশি মানাবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু ঘোষণা করা হয়নি।

সূত্রের খবর, প্রভাস অভিনীত ছবি থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল?

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, দীপিকা নাকি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন বলে জানা যাচ্ছে।

Deepika Padukone Hollywood Walk of Fame

সূত্রের খবর, অভিনেত্রী জানতেন, প্রথম ছবিতে যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তার পরে সিকুয়েলে তাঁর চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি অভিনেত্রীর কাল হল? যদিও এই ঘটনার পরে এখনও পর্যন্ত দীপিকার তরফেও কিছু জানানো হয়নি। অন্য দিকে, দীপিকা মন দিয়েছেন ‘কিং’ ছবিতে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!