ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

আইনি জটিলতায় নেহা শর্মা

বিনোদন ডেস্ক | ডিসেম্বর ৩, ২০২৫, ০২:৫২ পিএম আইনি জটিলতায় নেহা শর্মা

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত সন্দেহভাজন অর্থপাচারে জড়িয়েছে অভিনেত্রী নেহা শর্মার নাম।

মঙ্গলবার মামলার তদন্তে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে জিজ্ঞাসাবাদ করেছে। কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহাকে ইডি নোটিশ পাঠিয়ে জানতে চায়, এই প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক কি এবং তিনি কি ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বয়ান নথিভুক্ত করা হচ্ছে। বেটিং অ্যাপ প্রচারে তিনি কিভাবে যুক্ত ছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি নেহা।

প্রসঙ্গত, এই মামলায় শুধু নেহাই নন, আরও বেশ কয়েকজন তারকা ও জনপরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের মধ্যে আছেন সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং ও রানা দাগ্গুবাতি।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!