ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

৮ কুকুরছানা হত্যার বিচার চাইলেন নিলয়

বিনোদন ডেস্ক | ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:০০ পিএম ৮ কুকুরছানা হত্যার বিচার চাইলেন নিলয়

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার মতো অমানবিক ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুরও অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনা ও প্রতিবাদের ঝড়।

জানা গেছে, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছে ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী।

এবার ওই নারীর বিচার চাইলেন হাল সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এ তারকা লিখেন, ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।

তিনি আরো লিখেন, একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কতো চেষ্টা করছিল, কতোটা কষ্ট পেয়ে মারা গেছে। এখন মা কুকুরটার কতোটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে।

এমন ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে নিলয় লিখেন, এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। মন্তব্যের ঘরে নেটিজেনরাও একমত হয়েছেন নিলয়ের সঙ্গে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!