ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বেনিনে সামরিক ক্যু, প্রেসিডেন্টকে উৎখাত

কালের সমাজ ডেস্ক | ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৫০ পিএম বেনিনে সামরিক ক্যু, প্রেসিডেন্টকে উৎখাত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর) নামে একটি সামরিক দল ‘ক্যু’ করেছে। দলটির সদস্যরা দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস টালনকেও ‘উৎখাত’ করা হয়েছে বলে দাবি করছে। একই সঙ্গে দেশের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। খবর আল জাজিরার।

আল জাজিরা জানায়, বেনিনে আকস্মিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন দখল করেছে সিএমআর নামে একটি সামরিক দল। দলটির কর্মকর্তারা ক্যু’র ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা নিজেদের রাষ্ট্র পরিচালনায় প্রস্তুত।

তবে বেনিন প্রজাতন্ত্রের রাজধানী পোর্টো-নোভোর বর্তমান পরিস্থিতি কি, সেটিও জানা যায়নি।

স্থানীয় সময় রোববার সকালে প্রচারিত এই সম্প্রচারে সেনারা জানান, রাষ্ট্রকে ‘পুনর্গঠনের স্বার্থে’ তারা দায়িত্ব নিচ্ছেন। সরকারের ও দেশের সমস্ত রাজনৈতিক দলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

সিএমআর কর্মকর্তারা তাদের ঘোষণায় আরও বলেন, আমরা একটি বৈঠক করেছি। বৈঠকে প্রেসিডেন্ট প্যাট্রিস টালনকে উৎখাতের সিদ্ধান্ত হয়। এখন থেকে তিনি আর রাষ্ট্রপ্রধান নন এবং সরকার ভেঙে দেওয়া হয়েছে।

তবে প্রেসিডেন্ট টালনের কার্যালয় থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়েছে, বেনিনের নিয়মিত সেনাবাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। প্রেসিডেন্টও নিরাপদ। ছোট একটি সামরিক দল শুধুমাত্র টেলিভিশন ভবনটুকুই নিয়ন্ত্রণ করছে। শহর ও দেশ সম্পূর্ণভাবে নিরাপদ।

এর আগে ফ্রান্সের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছে ক্যাম্প গেজো এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!