ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৪০

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৫, ০৬:৩৩ পিএম সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৪০

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতদের মধ্যে রয়েছেন— আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) প্রমুখ।


আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে তারা আহত হন বলে জানান।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!