আগামী ২১ সেপ্টেম্বর, রবিবার, ধ্রুপদী সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজার সূচনালগ্ন শুভ মহালয়া। তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় মহালয়া উল্লেখ করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলোর ছুটির তালিকাতেও দেখা যায়নি এদিনের ছুটি। তবে অনেক সনাতন ধর্মাবলম্বী ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহালয়া নিয়ে অবস্থান বিভক্ত। রাজধানীর একাধিক বেসরকারি বিদ্যালয়ে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর যথারীতি শ্রেণিকক্ষ খোলা থাকবে, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জিতে মহালয়া ছুটি উল্লেখ নেই। অন্যদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানে এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চলাকালীন ভর্তি কার্যক্রম চলবে, তাই সংশ্লিষ্ট বিভাগ যেমন অ্যাডমিশন ও নিরাপত্তা বিভাগের কর্মীরা ছুটির আওতায় থাকবেন না।
শুভ মহালয়া কী?
শুভ মহালয়া মানে দেবীপক্ষের সূচনা, যা পিতৃপক্ষের সমাপ্তির পর শুরু হয়। এদিন দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। তাই মহালয়া হলো পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার দিন, পাশাপাশি দুর্গাপূজার উৎসবের সূচনা হিসেবে চিহ্নিত।
পূজার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ, মোট ১১ দিনের ছুটি।
মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ: ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ।
মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান: ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছুটি, ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান: ১ ও ২ অক্টোবর দু’দিন, সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি।
শুভ মহালয়ার দিন সরকারি ছুটি না থাকলেও, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছুটির পরিকল্পনা ভিন্নভাবে নির্ধারিত হয়েছে, যাতে শিক্ষার্থীদের প্রস্তুতি ও আয়োজন ঠিকঠাক থাকে।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :