ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। জনগণ যাদের নির্বাচিত করবে, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে। এটি ভাঙলে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি আরও বলেন, “এক শ্রেণির লোক সবসময় অযৌক্তিক দাবি তুলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে। তারা চায় সরকারকে বিব্রত করতে। তবে নির্বাচন নির্ধারিত সময়েই হবে। নির্বাচন নিয়ে আন্দোলন ও দাবি থাকবেই, তবে সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে সবকিছু সম্পন্ন হবে।”
মডেল মসজিদ প্রকল্প বিষয়ে ধর্ম উপদেষ্টা জানান, “দেশব্যাপী প্রায় ৩৫০টি মডেল মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। যেগুলোর কাজ এখনো শেষ হয়নি, সেগুলো প্রক্রিয়াধীন। কোথাও যদি ত্রুটি থাকে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :