চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে আরও কয়েকদিন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে এখন তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণ করতে পারছেন।
শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন তিনি। চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
রোববার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এসব তথ্য জানান।
এদিকে আজ সোমবার চীনের একটি চিকিৎসক দলের ঢাকায় পৌঁর কছানোথা রয়েছে। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন।
মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার নতুন সিদ্ধান্ত নিচ্ছে। লন্ডন থেকে ভার্চু্যয়ালি যুক্ত হচ্ছেন ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসকও নিয়মিত আলোচনায় অংশ নিচ্ছেন।
এ ছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, মাউন্ট সিনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের আলোচনার ভিত্তিতেই বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :