ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ডা. জাহিদ

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিদেশে যাওয়ার অনুকূলে নয়

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:৫৪ পিএম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিদেশে যাওয়ার অনুকূলে নয়

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিদেশে যাওয়ার অনুকূলে নয়। স্বাস্থ্য পরিস্থিতি বলে দেবে কখন তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল চারটার কিছু পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডা. এজেএম জাহিদ হোসেন।

তিনি বলেন বলেন, বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড আশাবাদী যে, এর চেয়ে অনেক কঠিন মুহূর্ত থেকে তিনি ফিরে এসেছেন।

কাতার এবং অন্তর্বর্তী সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারটি আমাদের সর্বোচ্চ গুরুত্বের মধ্যে আছে। বিদেশ যাওয়ার জন্য যখন মেডিক্যাল বোর্ড মনে করবে নিরাপদে ট্রান্সফার করা যাবে তখনই তাকে বিদেশ নেওয়া হবে। কারণ মনে রাখতে হবে একজন অসুস্থ মানুষ অনেক সময় ১২ থেকে ১৪ ঘণ্টা বিমানে যাত্রা করতে পারেন না। আকাশে একজন মানুষের যে শারীরক পরিবর্তন হয় সেটা একজন অসুস্থ মানুষ নিতে পারেন না। কাজেই এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। পাশাপাশি দয়া করে কেউ বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টাও করবেন না।

ডা. জাহিদ বলেন, আমাদের অনেক আবেগ প্রবণ নেতাকর্মীর জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনরা হয়তো একটু কষ্ট পাচ্ছেন। আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা সবার সহযোগিতা চাই।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!