ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৭, ২০২৫, ১১:২০ এএম বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। ঢাকায় মোবাইল ফোনের বেশিরভাগ দোকান বন্ধ রাখতে দেখা গেছে।

এদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনের সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’।

বিভিন্ন দাবিতে রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়কটি অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়।

সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে থাকলেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামতে হয়েছেন।

অবরোধ চলাকালে ব্যবসায়ীরা তাদের দাবি-দাওয়া সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিটিআরসির প্রতি আহ্বান জানান।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!