ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জাতীয় সমাবেশে বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ০৫:৪০ পিএম জাতীয় সমাবেশে বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ে গেলেও কিছু সময় পর নিজেই উঠে দাঁড়িয়ে বক্তব্য চালিয়ে যান তিনি। বক্তব্যে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

 

তবে কিছুক্ষণ পর আবারও অসুস্থ বোধ করেন এবং দ্বিতীয়বারের মতো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।

 

জামায়াতের নিজস্ব চিকিৎসক দল দ্রুত মঞ্চে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে মঞ্চে বসে থেকেই বক্তব্য চালিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াত আমিরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে দলটির সূত্র।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!