বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবে তারা, যারা চাঁদাবাজির বিরুদ্ধে এবং সুশাসনের পক্ষে অবস্থান নেয়।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, "জামায়াতে ইসলামীর আকাঙ্ক্ষা—আগামী নির্বাচনে জয় হোক জনগণের। যারা জনগণের পক্ষে, তাদের হাতেই উঠুক বিজয়ের পতাকা। আজকের এই বিশাল সমাবেশই প্রমাণ করে কারা জয়ী হবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশকে ভালোবাসে যারা, দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত নয় যারা—সেসব শক্তিই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সুশাসনের পক্ষের শক্তি আগামী দিনে বিজয়ী হবে।"
সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন জামায়াত নেতারা।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :