ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

“অন্তর্বর্তীকালীন সরকার যেন হয় অভ্যুত্থান-পরবর্তী সরকার”— সারজিস আলমের

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ০৬:৩১ পিএম “অন্তর্বর্তীকালীন সরকার যেন হয় অভ্যুত্থান-পরবর্তী সরকার”— সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ‘সুশীল সরকার’ হিসেবে নয়, বরং ‘অভ্যুত্থান-পরবর্তী’ কার্যকর সরকারের ভূমিকায় দেখতে চান তারা।


শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন এনসিপি নেতা সারজিস।


তিনি বলেন, “অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আরেক জুলাইয়ে প্রবেশ করেছি, কিন্তু মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো চলমান। গোপালগঞ্জে তাদের প্রভাব এখনো রয়েছে। কেবল আইনগত পথে এই চক্রকে মোকাবিলা সম্ভব নয়, তাদেরকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ভাঙতে হবে।”


মুজিববাদবিরোধী অবস্থান নিয়ে ঐক্যের ডাক দিয়ে সারজিস বলেন, “আমাদের রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু মুজিববাদের প্রশ্নে অভ্যুত্থানের সব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।”


ভারতপন্থি রাজনৈতিক প্রবণতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো ভারতপন্থি কিংবা অন্য পন্থির জায়গা হবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”


তিনি আরও দাবি করেন, “গত ৫ আগস্ট আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তা এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো সুশীল কাঠামোর অংশ হিসেবে দেখতে চাই না। তারা যেন অভ্যুত্থান-পরবর্তী কার্যকর সরকারের ভূমিকা পালন করে।”


বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে সারজিস বলেন, “দেশে খুনি হাসিনার বিচার হতে হবে। বিচার বিভাগ যেন কোনো রাজনৈতিক দলের হাতিয়ার না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর তোষামোদকারী হিসেবে দেখতে চাই না। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রয়োজন আছে। নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে।”


সর্বশেষে, রাজনৈতিক ঐক্যের বিষয়ে সারজিস বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধতার নামে অন্ধ অনুসরণ বা দালালি বরদাশত করা যাবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে তার সৌন্দর্য নষ্ট করা চলবে না। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে।”


সমাবেশে সারজিসের বক্তব্যে রাজনৈতিক সংঘবদ্ধতা এবং পরবর্তী সরকার কাঠামো নিয়ে এক ভিন্ন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত উঠে আসে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!