ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জাতীয় নির্বাচনে চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ০৮:২৮ পিএম জাতীয় নির্বাচনে চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চরমপন্থা ও ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।


শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘২৪-এর গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এক স্মরণসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।


তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন দ্বারপ্রান্তে। এই মুহূর্তে কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্ত যেন চরমপন্থা বা ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ না দেয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”


তিনি বলেন, “কারো রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের একমাত্র মাধ্যম হওয়া উচিত জনগণের রায়। রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠবে।”


সম্প্রতি ঘটে যাওয়া কিছু সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই তাদের আরও স্বচ্ছ, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল এই লক্ষ্যে আন্তরিকভাবে সহযোগিতা করবে।”


তারেক রহমান বলেন, “৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধারা যেমন জাতির শ্রদ্ধা অর্জন করেছেন, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদরাও জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। গেল বছরের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে সাধারণ ছাত্রজনতার গণআন্দোলনে রূপ নেয়। এ আন্দোলন যেন কোনো একক দলের নামে পরিচিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।”


তিনি আরও বলেন, “২০১৪ সালেই আমরা কোটা সংস্কার নিয়ে সমালোচনা করেছিলাম। ২০২৪-এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা জাতির গর্ব। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা তাদের প্রতি যথাযথ সম্মান জানাতে পারি। এই লক্ষ্যে প্রয়োজন একটি এমন পরিবেশ, যেখানে জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে—এটাই জনগণের সরকার প্রতিষ্ঠার প্রথম শর্ত।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রনেতা ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!