ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার লন্ডনযাত্রার সময় ফের পেঁছাল

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৬, ২০২৫, ১১:২২ এএম খালেদা জিয়ার লন্ডনযাত্রার সময় ফের পেঁছাল

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আবারও স্থগিত করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি এবং তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল না থাকায় তৃতীয় দফায় ভ্রমণের সময়সূচি পিছিয়ে গেল।

খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, ম্যাডামের লন্ডন যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। এখনই নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়; এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছালেই যেকোনো দিন তাঁকে নেওয়া হতে পারে।

চিকিৎসায় যুক্ত বিএনপির এক চিকিৎসক বলেন, গত কয়েক দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। তাঁর ফ্লাইট নেওয়ার উপযোগিতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

দলের একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, তা ৬ ডিসেম্বর ঢাকায় নামার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১০ ডিসেম্বর বিমানটি ঢাকা ছাড়তে পারে।

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!