তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামীকাল (রোববার) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এর আগেই সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
শনিবার মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সালমান বাংলাদেশ দলকে ‘যেকোনো কন্ডিশনে ভালো’ উল্লেখ করে বলেন,
‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠে, যেকোনো ভেন্যুতে, যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে তারা আরও বেশি শক্তিশালী। আমরা জানি কী কী চ্যালেঞ্জ আসতে পারে। আমরা মাঠে নামার জন্য রোমাঞ্চিত এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
গত ৯ বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। তবে এই রেকর্ড নিয়ে ভাবছেন না সালমান।
‘আমরা অতীত নিয়ে ভাবছি না—৯ বছর কী হয়েছে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা আমাদের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি। এই সিরিজেও আমরা বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, তাহলে অবশ্যই খুশি হবো।’
নিজেদের দল ও পরিকল্পনা নিয়ে সালমান জানান, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ছয় মাসেই পরিবর্তন হচ্ছে। আমরা বেসিক ক্রিকেটে মনোযোগ রাখতে চাই। যে দলই বিপক্ষে থাকুক, ভালো খেলেই জিততে হবে। আমাদের দলে নতুন দুইজন ফাস্ট বোলার এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। আমি ওদের নিয়ে আশাবাদী এবং রোমাঞ্চিত।’
এই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।
বাংলাদেশের বিপক্ষে জমজমাট সিরিজের অপেক্ষায় দুই দলই প্রস্তুত—ভক্তদের জন্যও অপেক্ষা উত্তেজনায় ভরা তিনটি সন্ধ্যার।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :