ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

আইপিএল‍‍`র নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ-সাকিব

স্পোর্টস ডেস্ক | ডিসেম্বর ২, ২০২৫, ০২:২৫ পিএম আইপিএল‍‍`র নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ-সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মিনি নিলামের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। সে তালিকায় আছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, গত ৩০শে নভেম্বর নিবন্ধনের শেষ দিন পার হয়ে গেলে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

পোর্টালটি জানায়, মিনি নিলামের জন্য মোট ১,৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়ের তালিকায় ভারতের স্রেফ দু’জন আছেন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জন সবাই বিদেশী। সেখানে মোস্তাফিজের সঙ্গের আছেন জেমি স্মিথ, শন অ্যাবট, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ইংলিস,, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটাররা। ১৪টি দেশ থেকে এবার মিনি নিলামের জন্য খেলোয়াড়রা নিবন্ধিত হয়েছেন। প্রচলিত ক্রিকেট খেলুড়ে দেশগুলো বাদে মালয়েশিয়া থেকেও নাম নিবন্ধন করা হয়েছে। কিছুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেয়া কীর্তি গড়া মালয়েশিয়ার বীরানদীপ সিংয়ের নাম আছে সে তালিকায়।

বিদেশীদের মধ্যে নিলামের প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত আসরের মেগা নিলামে পিঠের চোটের কারণে অংশ নিতে পারেননি তিনি। এবার সর্বোচ্চ বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স (৬৪.৩ কোটি রুপি) ও চেন্নাই সুপার কিংস (৪৩.৪ কোটি রুপি)। উভয়েরই একটি করে বিদেশি স্লট খালি থাকায় তারা গ্রিনকে দলে টানতে আগ্রহ দেখাতে পারে। বিয়ের কারণে পুরো আসরে খেলার অনিশ্চয়তা থাকলেও নাম লিখিয়েছেন জস ইংলিস।

তবে এবার বড় চমক নিলামের তালিকায় গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতি। গতবার মেগা নিলামে ৪.২ কোটিতে তাকে টানে পাঞ্জাব কিংস, যা ছিল তার আইপিএল ক্যারিয়ারের চতুর্থ দল। তবে ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েলের সেবার আসরের মাঝপথে আঙুল ভেঙে যাওয়ায় ছিটকে যান এবং তার জায়গায় দলে আসেন আরেক অজি অলরাউন্ডার মাইকেল ওয়েন। তাকে আসন্ন মৌসুমের জন্য ধরে রাখা হয়েছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!