নওগাঁর বলিহার রাজবাড়ি সংলগ্ন শ্রী শ্রী বুড়াকালীমাতা মন্দির থেকে শিবলিঙ্গ মূর্তি চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকেলে সদর উপজেলার বলিহার ইউনিয়নের বলিহার বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রী রতন মালাকার। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রিপন চন্দ, ইউপি সদস্য সুমন চন্দ্র মণ্ডল, তৃষ্ণা রানী সরকার, মুক্তি মালাকার, চন্দনা মালাকার, বিশ্বজিৎ সরকার ও চন্দন প্রামাণিক প্রমুখ।
বক্তারা বলেন, গত ২১ জুন শ্রী শ্রী বুড়াকালীমাতা মন্দিরের দুটি শিবলিঙ্গ মূর্তির মধ্যে একটি চুরি হয়ে যায়। এ ঘটনায় শ্রী রতন মালাকার থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত মূর্তি উদ্ধার হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের দাবি, শিবলিঙ্গ দুটি প্রায় ৪০-৪৫ বছর আগে বলিহার রাজবাড়ি এলাকা থেকে মন্দিরে স্থানান্তর করা হয়। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। এবারও আষাঢ় মাস উপলক্ষে পূজার প্রস্তুতি চলছিল। কিন্তু শিবলিঙ্গ চুরির ঘটনায় পূজার আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
বক্তারা আরও জানান, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সেনাবাহিনী ও ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার কোনো অগ্রগতি হয়নি।
আয়োজকরা বলেন, দ্রুত শিবলিঙ্গ উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :