নির্ধারিত সময়েই নির্বাচন হবে : প্রেস সচিব
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফন হওয়া নিয়ে বিতর্কের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
এক ব্যক্তি তার রাজনৈতিক জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন—এ সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মতি দিয়েছেন নেতারা।