দেবী দুর্গা ও দুর্গা পূজা: ইতিহাস, শাস্ত্রীয় আখ্যান ও মাহাত্ম্য
শারদকাল মানেই বাঙালির জীবনে দুর্গাপূজার আগমন। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট কণ্ঠে বৈদ্যনাথ ভট্টাচার্যের লেখা মহিষাসুরমর্দিনী স্ত্রোত্র শোনার মধ্য দিয়ে শুরু হয় পূজার আচার। কিন্তু দুর্গা পূজা কি শুধুমাত্র বাঙালির উৎসব? ইতিহাস জানায়, এটি সর্বসনাতনীর একটি পূজা, যদিও আচার, নাম এবং অঞ্চলের ভিত্তিতে পার্থক্য থাকে।দেবী দুর্গাকে বিভিন্ন স্থানে