ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

বিয়ের করলেন জেফার-রাফসান

বিনোদন ডেস্ক | জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:২৬ পিএম বিয়ের করলেন জেফার-রাফসান

এক দিন আগে থেকেই খবর ছড়িয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষে নীরবতা ভেঙে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করলেন জেফার-রাফসান।

বিয়ের চারটি ছবি ফেসবুকে শেয়ার করে রাফসান সাবাব লেখেন, একসঙ্গে আমাদের যাত্রা শুরু হচ্ছে- বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে সবার দোয়া কামনা করছি। আজ আমরা একসঙ্গে নতুন জীবনের সুন্দর একটি অধ্যায় শুরু করলাম।

জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে।

May be an image of one or more people, henna and wedding

দুই বছর আগে থেকেই জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন শুরু হয়। যখন রাফসানের প্রথম সংসার ভেঙে যায়।

তবে এটিকে তারা ‘গুজব’ কিংবা ‘গুঞ্জন’ হিসেবে উড়িয়ে দিতে চেয়েছেন।

তাদের ভাষ্য ছিল- তারা কেবল বন্ধু ও সহকর্মী। এমনকি দেশ-বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!