ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বৃষ্টির দিনে ঘরে থেকেই যেভাবে কাটাতে পারেন স্মরণীয় সময়

কালের সমাজ | লাইফস্টাইল ডেস্ক মে ৩১, ২০২৫, ০৪:২২ পিএম বৃষ্টির দিনে ঘরে থেকেই যেভাবে কাটাতে পারেন স্মরণীয় সময়

সকালবেলা থেকেই নেমেছে রিমঝিম বৃষ্টি। ব্যস্ত জীবনের ফাঁকে এমন আবহাওয়া অনেকের মনে জাগায় প্রশান্তি আর রোমান্টিক অনুভূতি। কাজের চাপ না থাকলে কিংবা একটুখানি অবসরের সুযোগ মিললে, ঘরে বসেই কাটিয়ে দেওয়া যায় এক অসাধারণ বৃষ্টিময় দিন। কীভাবে কাটবে এ সময়—জানুন কিছু সহজ উপায়ে।


পরিবারের সঙ্গে সময় ভাগ করে নিন
বৃষ্টির দিনে প্রযুক্তি থেকে কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে বসে খেলতে পারেন লুডু, দাবা বা তাস। হালকা নাশতায় চিড়া-মুড়ি, পকোড়া কিংবা খিচুড়ির আয়োজন হলে জমে উঠবে আড্ডা। প্রিয়জনের সঙ্গে এমন একান্ত সময় মানসিক প্রশান্তিও বাড়াবে।


রান্নায় নতুন অভিজ্ঞতা
অনেকেই আছেন যারা নিয়মিত রান্না করেন না। বৃষ্টির দিনে ঘরের পরিবেশ বদলাতে রান্নাঘরে ঢুঁ মেরে দেখতে পারেন নতুন কোনো রেসিপি। চা বা কফি তৈরি করে একসঙ্গে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করাটাও হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা।


বইয়ের পাতায় হারিয়ে যান
বৃষ্টির শব্দ আর এক কাপ চায়ের সঙ্গে গল্পের বই—একটি নিখুঁত সমন্বয়। আরামদায়ক কোনো কোণে বসে প্রিয় বইয়ে ডুবে যাওয়ার এ সময়টা এনে দিতে পারে মানসিক প্রশান্তি। ঘরের উষ্ণ পরিবেশে বই পড়তে পড়তে একটুখানি ঘুমও ক্ষতিকর নয়, বরং আরামদায়ক।


মনের কথায় মন দিন
ব্যস্ত জীবনে প্রিয়জনের সঙ্গে অনেক কথাই সময়ের অভাবে বলা হয় না। বৃষ্টির দিন হতে পারে সেই জমে থাকা অনুভূতি ভাগাভাগির মোক্ষম সময়। অচলায়তন ভেঙে হৃদয়ের দুয়ার খুলে দিন, ভাগ করুন না বলা কথাগুলো। সম্পর্কের টান আরও গভীর হবে।


হোক একটি ঘরোয়া মুভি নাইট
ঘরের আলো একটু নিভু নিভু, বাইরে বৃষ্টি আর পর্দায় ভালোবাসার সিনেমা—রোমান্টিকতা যেন আপন ঘরেই থিয়েটার হয়ে ধরা দেয়। পছন্দের মুভি বেছে নিন, আর প্রিয়জনের সঙ্গে কাটিয়ে ফেলুন একটি সুন্দর বিকেল বা সন্ধ্যা।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!