ঢাকায় বর্ণিল আয়োজন ও বিপুল দর্শকসমাগমের মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বহুল প্রত্যাশিত ‘উইন্টার গ্লো ফেস্ট ২০২৫’। শীতের আমেজে সাজানো এই উৎসবটি রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত হয়, যেখানে ফ্যাশন, লাইফস্টাইল, সংগীত ও খাবারের সমন্বয়ে ছিল প্রাণবন্ত আয়োজন।
ফেস্টিভ্যালে দেশীয় উদ্যোক্তাদের স্টল, হস্তশিল্প, শীতকালীন পোশাক, কসমেটিকস ও বিভিন্ন লাইফস্টাইল পণ্যের প্রদর্শনী দর্শনার্থীদের আকৃষ্ট করে। পাশাপাশি লাইভ মিউজিক, ফ্যাশন শো এবং ফুড কর্নারের বৈচিত্র্য উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
সম্মানিত অতিথিদের উপস্থিতিতে আলোকিত আয়োজন উৎসবের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব-দিলারা জামান -অভিনেত্রী, চন্দা মাহজাবীন - অভিনেত্রী ও মোটিভেশনাল স্পিকার, হাসিনা আনসার-শেফ ও মিডিয়া পার্সোনালিটি, রুখসানা ব্রিস্টি -BPEC ও EDF-এর প্রতিষ্ঠাতা। তাঁদের উপস্থিতি পুরো মেলায় অনুপ্রেরণার এক ভিন্ন মাত্রা যোগ করে।
আয়োজকরা জানান, দেশীয় ব্র্যান্ড ও তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়া আয়োজনের সাফল্যকে নিশ্চিত করেছে।
উৎসবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা জানান, পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য ‘উইন্টার গ্লো ফেস্ট ২০২৫’ ছিল একটি চমৎকার আয়োজন। ভবিষ্যতেও এমন উৎসব নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর আরও বড় পরিসরে ও নতুন চমক নিয়ে ‘উইন্টার গ্লো ফেস্ট’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :