ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
মুকসুদপুরে দারিদ্র্য নিবন্ধিত

মৎসজীবীদের মাঝে বিকল্প অয়বর্ধনমূলক সহায়তা উপকরণ বিতরণ

কাইয়ূম শরীফ, মুকসুদপুর এপ্রিল ৩০, ২০২৫, ০৬:৪৩ পিএম মৎসজীবীদের মাঝে বিকল্প অয়বর্ধনমূলক সহায়তা উপকরণ বিতরণ

আজ বুধবার (৩০ এপ্রিল) ১১.০০টায় ২০২৪-২০২৫ অর্থবছরের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় দারিদ্র্য নিবন্ধিত মৎসজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।  

"দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য পুষ্টি সবাই মিলে " শ্লোগান সামনে রেখে ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস অধিদপ্তরাধীন দেশিয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ণ প্রকল্প (প্রথম সংশোধিত) এর আয়োতায় বিকল্প আয়বর্ধন মূলক উপকরণ  সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলার ৭৫ জন দারিদ্র্য নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ (বকনা বাছুর) বিতরন করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে উপকরণ বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মুকসুদপুর উপজেলা মৎস অফিসার দেবলা চত্রুবর্তী, উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দীন শেখ,

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,   উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান বিপ্লব,  মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ, দৈনিক যুগের সাথী পত্রিকার  সাংবাদিক আমজাদ হোসেন,  সাংবাদিক অসিম মিয়া সহ প্রমূখ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

 

কালের সমাজ//এ.জে

Side banner