ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ফরিদপুরে ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

কালের সমাজ ডেস্ক | জুন ১৩, ২০২৫, ০৩:৪৩ পিএম ফরিদপুরে ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি সোহরাব হোসেন বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত আনুমানিক ৩টার দিকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম জানান, চেয়ারম্যান বুলবুলের বিরুদ্ধে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, চেয়ারম্যান বুলবুল ফরিদপুরের আলফাডাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজার আজকের (১৩ জুন) মাহফিল বানচালের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই অভিযোগে তদন্ত চলমান রয়েছে।

তবে এ বিষয়ে চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

কালের  সমাজ//ফ.প্র//এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!