গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন টেংরাখোলা নিবাসী ও টেংরাখোলা বাজারের ব্যবসায়ী আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।
শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে, শরীরিক অসুস্থতাকে উল্লেখ্য করে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন না বলে উপস্থিত সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে কামরুজ্জামান কামাল মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মুকসুদপুর উপজেলা শাখার " যুব ও ক্রীড়া সম্পাদক" হিসেবে দায়িত্বরত আছি। আমি হৃদরোগে আক্রান্তসহ শারীরিক নানাবিধ সমস্যায় ভুগছি। শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামীলীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর গ্রহন করলাম।
‘শারীরিক অসুস্থতার কারণে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো আর রাজনীতি করবো না।
কালের সমাজ/ কা.স./সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :