ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্তকরা যাবে : আলী রীয়াজ

কালের সমাজ ডেস্ক | জুন ১৭, ২০২৫, ০৪:৫৭ পিএম জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্তকরা যাবে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন সম্পন্ন হবে। তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাইয়ের মধ্যেই এই সনদ চূড়ান্ত করতে সক্ষম হবো।”


মঙ্গলবার (১৭ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপ শুরু হয়। এই আলোচনার সূচনালগ্নে আলী রীয়াজ এ মন্তব্য করেন।


তিনি বলেন, “সম্ভবত সব বিষয়ে সব দলের মধ্যে পূর্ণ সমঝোতা হবে না। তবে সবাইকে কিছুটা ছাড় দিয়ে, আন্তরিকতার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে।”


ঈদের পূর্বে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হলেও, মূল সংলাপ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে বিএনপি, এনসিপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।


আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার, নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গে উদ্যোগ, সংসদের স্থায়ী কমিটির সভাপতিকে মনোনয়নের পদ্ধতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সম্ভাবনা এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার রূপান্তর।


আলী রীয়াজ জানান, এখন থেকে পরবর্তী তিন দিন টানা আলোচনা চলবে। রাজনৈতিক দলগুলোর সম্মতি পেলে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বৈঠক চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে কমিশন।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!