ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:২২ পিএম ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা।তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার কিছু পরে হাদিকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা  আশঙ্কাজনক।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবর তারা পেয়েছেন। তবে পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি টিম পাঠানো হয়েছে। নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “আমাদের জীবনও এখন ঝুঁকির মধ্যে। তবুও আমরা পিছিয়ে যাব না, লড়াই চালিয়ে যাব।”

অন্যদিকে এক ফেসবুক পোস্টে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম মন্তব্য করেন, “ওসমান হাদির ওপর হামলা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের দৌরাত্ম্য থেকে ঢাকা শহরকে মুক্ত করতে আমাদের আন্দোলন দ্রুত শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকতে হবে।”

এর আগে গত নভেম্বর মাসে একাধিক দেশি-বিদেশি নম্বর থেকে জীবননাশের হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ করেন ওসমান হাদি।

১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, হত্যার হুমকির পাশাপাশি তার পরিবারকে ভয়াবহ নির্যাতনের আশঙ্কা জানিয়ে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছিল। তার ভাষায়— “গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা এসেছে। বলা হয়েছে আমাকে হত্যা করা হবে, আমার বাড়িতে আগুন দেওয়া হবে এবং আমার মা, বোন ও স্ত্রীকে নির্যাতন করা হবে।”

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!