ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি আজই জনসমক্ষে আসছে। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।
এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
তাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। চলছে তল্লাশি, বসানো হয়েছে ব্যারিকেড। এছাড়া চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। এছাড়া চলাচলও সীমিত করা হয়েছে।
এর আগের দিন বুধবার নির্বাচন ভবনে সিইসি তাঁর ভাষণ রেকর্ড করেন, যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে প্রচারের মাধ্যমে আজ তফসিল হিসেবে ঘোষণা করা হবে। ভাষণ রেকর্ড শেষে কমিশনাররা সিইসির কক্ষে বৈঠক করেন। বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে তফসিল ঘোষণার সময় ও পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার প্রায় ১৩ কোটি ভোটার জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশাল এই ভোটারগোষ্ঠীর জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হবে, তাই ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততা আনতে একটি কক্ষেই রাখা হবে দুটি আলাদা গোপন বুথ।
এ ছাড়া এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কারাবন্দিদের জন্যও চালু হচ্ছে আইটি-সাপোর্টেড ডাক ভোটের ব্যবস্থা, যা নির্বাচনী প্রক্রিয়ায় নতুন অভিজ্ঞতা যোগ করবে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :