চ্যাম্পিয়ন্স লিগে হেরে গেল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারতে হল ম্যাঞ্চেস্টার সিটির কাছে। পেপ গুয়ার্দিওলার দল জিতেছে ২-১ ব্যবধানে। ঘরের মাঠে টানা দু’টি ম্যাচ হারের পর চাপ আরো বেড়েছে কোচ জাবি আলোন্সোর উপরে। যদিও ফুটবলারেরা কোচের পাশেই রয়েছেন। অন্য ম্যাচে, আর্সেনাল হারিয়েছে ক্লাব ব্রুজকে। আটকে গিয়েছে প্যারিস সঁ জরমঁ এবং নিউক্যাসল।
এদিন রিয়াল মাদ্রিদ নেমেছিল দলের প্রথম সারির আট ফুটবলারকে ছাড়াই। তার মধ্যে ছিলেন কিলিয়ান এমবাপেও। চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফর্মে থাকা সিটির বিরুদ্ধে কাজ এমনিতেই কঠিন ছিল। তবু ২৮ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু বিরতির আগেই সিটিকে এগিয়ে দেন নিকো ও’রিলি এবং আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। ম্যাচের পর কোচকে বিদ্রূপ করেন রিয়াল সমর্থকেরা।
জাবিকে কোচ করে আনার পর মরসুমের শুরুটা ভাল হলেও ধীরে ধীরে রিয়ালের পরিস্থিতি খারাপ হচ্ছে। শোনা যাচ্ছে, সাজঘরের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। ভিনিসিয়াসের সঙ্গে সম্পর্ক তলানিতে। অনেক ফুটবলারই নাকি জ়াবির কোচিং পদ্ধতিতে খুশি নন। শেষ আট ম্যাচে মাত্র দু’টি জিতেছে রিয়াল। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ়ও কোচের উপর ক্ষুব্ধ।
তবে এখনই জাবিকে হয়তো হটানো হবে না। কোচের পাশে দাঁড়িয়েছেন ফুটবলারেরা। গোলদাতা রদ্রিগো বলেছেন, জানি দল এবং কোচের কাছে এটা কঠিন সময়। কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না। তবে আমি কোচের পাশেই আছি। উনি আপ্রাণ চেষ্টা করছেন। এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের।
একই কথা বলেছেন জুড বেলিংহ্যাম। ইংরেজ ফুটবলারের কথায়, বাইরের আওয়াজে কোনও লাভ হবে না। আশা করি সাজঘরেই ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারব। আলোচনা করে দেখতে হবে কোথায় কোথায় ভুল হচ্ছে।
জাবি নিজে চাকরি হারানোর ভয় পাচ্ছেন? স্পেনীয় কোচের জবাব, আপাতত পরের ম্যাচ নিয়ে ভাবছি। আমার কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ। দলের ফুটবলারদের কী ভাবে সাহায্য করতে পারি, সেটা ভাবাই আমার কাজ। চাকরি নিয়ে ভাবার দরকার নেই।
আর্সেনাল ৩-০ হারিয়েছে ক্লাব ব্রুজকে। নোনি মাদুয়েকে জোড়া গোল করেছেন। অপর গোল গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। ছ’টি ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে তারা। ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত।
বিলবাওয়ে গিয়ে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে প্যারিস। তবে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানেই রয়েছে। নাপোলি ০-২ হেরেছে বেনফিকার কাছে। জুভেন্টাস ২-০ হারিয়েছে পাফোসকে। নিউক্যাসল ২-২ ড্র করেছে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :