ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

ভোটের দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১০, ২০২৫, ০১:৪৩ পিএম ভোটের দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন, যার অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে-নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়কালে-জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহকে সহযোগিতা প্রদান এবং অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোতভাবে মোতায়েন থাকে। এজন্য ১৯ কোটি নয় লক্ষ আটত্রিশ হাজার একশ বিশ টাকা মাত্র বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এই অবস্থায় বিভিন্ন খাত উল্লেখ করে ওই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক।

দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া-এই মোট ছয়টি খাতে ওই অর্থ বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস। সবচেয়ে বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে-৭ কোটি ৪১ লাখ টাকা।

নির্বাচনের বিভিন্ন বাহিনী ও সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সবার কাছে বাজেট চেয়েছে কমিশন। আলোচনার পর কমিশন বাজেট অনুমোদন করবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!