ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

আশুলিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের যোগদান

সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা | ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:১৯ পিএম আশুলিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের যোগদান

ঢাকা জেলার অতি গুরুত্বপূর্ণ আশুলিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন রুবেল হাওলাদার। এর আগে আশুলিয়া থানার দায়িত্বে থাকা ওসি আব্দুল হান্নানকে বদলি করে মুন্সিগঞ্জ জেলার সিরাজীখান থানায় পোস্টিং দেওয়া হয়।

বদলি আদেশের পর সোমবার (৭ ডিসেম্বর ২০২৫ইং) নবনিযুক্ত ওসি রুবেল হাওলাদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রুবেল হাওলাদার বলেন, “আশুলিয়া একটি শিল্পনগরী। এখানে আইন-শৃঙ্খলা রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণ ও এখানকার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নিয়ে অপরাধ দমন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও থানার কর্মকর্তারা নতুন ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে ৫ আগষ্ট ২০২৪ইং থেকে এখন পর্যন্ত ৫ জন ওসি ক্লোজ বা বদলি করা হলো। সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করার জন্য সারা দেশে থানার ওসি ও জেলা পুলিশ সুপার এসপিসহ পুলিশের বড় ধরনের রদবদল করা হচ্ছে বলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

 

কালের সমাজ/ সাএ
 

Side banner
Link copied!