ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১১, ২০২৫, ১১:৩২ এএম চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেনআরও বলেন, তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি বিদেশি চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন সেটিই উনাকে দেওয়া হচ্ছে।

এ সময় গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি দেশের জনগণকে বার্তা দেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করি। তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য যে সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, তিনি সেই চিকিৎসাই পাচ্ছেন। কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, উৎকণ্ঠা এবং শ্রদ্ধাবোধ রয়েছে। দেশের মানুষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চায়, সেই কারণেই আমরা এসেছি। তবে মনে রাখতে হবে, তিনি একজন রোগী; তার কিছু নিজস্ব ইথিক্যাল রাইটস বা নৈতিক অধিকার রয়েছে। আমি ইচ্ছা করলেই চিকিৎসক হিসেবে সব কিছু প্রকাশ্যে বলে দিতে পারি না, মেডিকেল সায়েন্স তা অনুমতি দেয় না।

তিনি আরও বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তাকে (খালেদা জিয়া) যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা আগের মতোই গ্রহণ করতে পারছেন। মেডিকেল সায়েন্সের ভাষায় বলতে গেলে, ‘শি ক্যান কন্টিনিউ অন মেনটেইন হার ট্রিটমেন্ট’ অর্থাৎ, তিনি তার চিকিৎসা অব্যাহত রাখতে বা স্থিতিশীলভাবে চালিয়ে যেতে পারছেন।

বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!