ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

আসিফের পদত্যাগের পর যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক | ডিসেম্বর ১২, ২০২৫, ১২:০৭ পিএম আসিফের পদত্যাগের পর যা বললেন বিসিবি সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদের অবদানের প্রশংসা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল বলেন, ক্রিকেট–সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে আন্তরিকতা, স্পষ্টতা এবং উদ্যম নিয়ে আসিফ মাহমুদ কাজ করেছেন, বিসিবি তার প্রতি কৃতজ্ঞ। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে নিতে যে সহযোগিতা তিনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে বিসিবি। সভাপতি বুলবুল আশা প্রকাশ করেছেন, নতুন উপদেষ্টা দেশের সামগ্রিক ক্রীড়া খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বুলবুল বলেন, ক্রীড়ার প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ ও জনসম্পৃক্ত কাজের অভিজ্ঞতা আমাদের আশাবাদী করে। তিনি দেশের ক্রীড়া অঙ্গনে আরও দৃঢ়তা ও দিকনির্দেশনা যোগ করবেন বলে আমরা বিশ্বাস করি।

ঘোষণায় বিসিবি সভাপতি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট এখন সুস্পষ্ট পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। নতুন উপদেষ্টার সহযোগিতা ক্রিকেটের প্রতিটি স্তরে মানোন্নয়নে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

কালের সমাজ/এসএমআর

Side banner
Link copied!