মুকসুদপুরে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর ৫৬তম জন্মদিন উপলক্ষে, টেংরাখোলা দলীয় অস্থায়ী অফিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে তাঁর সমর্থক বৃন্দ কেক কেটে জন্মদিন পালন করে।
এসময় উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিম এর মুকসুদপুরের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক পৌর কমিশনার মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মোঃ আলী মোল্লা, মোঃ রবিউল ইসলাম, মোঃ শফিউল আলম, যুগ্ন সম্পাদক আব্দুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, যুগ্ম সম্পাদক নাজমুল মিয়া, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক অনুপম সরকার, খান্দারপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদার, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম, বিএনপি নেতা শওকত হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা মোঃ হাসান মিয়া, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মিরান শরীফ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
কালের সমাজ//শ.ক//র.ন
আপনার মতামত লিখুন :