ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

‘অস্বাস্থ্যকর’ বাতাসে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ১, ২০২৫, ১১:০৬ এএম ‘অস্বাস্থ্যকর’ বাতাসে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বায়ুদূষণের ভয়াবহ চিত্র ফের সামনে এলো। রাজধানী ঢাকা বৃহস্পতিবার (১ মে) সকালে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানায়, সকাল ৯টার পর ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৯১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।


তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর—কলকাতা (স্কোর ১৭৪) ও দিল্লি (স্কোর ১৬৭)। চতুর্থ স্থানে রয়েছে কুয়েত সিটি (১৬৬) এবং পঞ্চম অবস্থানে লাহোর (১৬৩)। শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের স্কোর ১২৯ থেকে ১৬২-এর মধ্যে।


আইকিউএয়ার অনুযায়ী:

০-৫০: ভালো

৫১-১০০: সহনীয়

১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

১৫১-২০০: সকলের জন্য অস্বাস্থ্যকর

২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর

৩০১+: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার জনসংখ্যা ঘনত্ব, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও শিল্পবর্জ্য বাতাসে ক্ষতিকর বস্তুকণার ঘনত্ব বাড়িয়ে তুলছে। এতে শিশুসহ বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদরোগ ও চোখের জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে।


পরিবেশবিদরা নগর ব্যবস্থাপনায় জরুরি পরিবেশবান্ধব উদ্যোগ ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানিয়েছেন।


কালের সামাজ//এ.সং//র.ন

Side banner