মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফা সমাবেশের সূচনা পর্বে কোরআন তেলাওয়াত করেন।
এর আগে দুপুর ১২টার পর থেকে সমাবেশস্থলে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেয় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা। গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি হয়।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের এলাকা—কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর পর্যন্ত। এতে বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
একালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :