কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন। “সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন,” এমন মন্তব্য করেছেন চীনের লাহোরস্থ কনসাল জেনারেল ঝাও শিরেন।
বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল–এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনা কনসাল জেনারেল বলেন,“চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে।”
তিনি লাহোরে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে।
তবে চীন শান্তির পক্ষেই অবস্থান নিচ্ছে জানিয়ে তিনি বলেন,“যুদ্ধ কোনও সমাধান নয়; পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির পথ খোঁজা।”
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক ভূরাজনীতি, নিরাপত্তা অবকাঠামো এবং আঞ্চলিক স্থিতিশীলতা–নিয়ে আলোচনা হয়। কনসাল জেনারেল ঝাও জানান,“প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে সম্মান দেখায়।”
বৈঠকের শেষে দুই পক্ষই চীন-পাকিস্তান বন্ধুত্ব “চিরকাল অটুট থাকবে” বলে একমত হন।
কালের সামাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :