বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়া এবং মার্কিন ডলারের স্থিতিশীলতায় স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেই ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানো স্বর্ণ এখন স্পট মার্কেটে নেমে এসেছে ৩,২২২ দশমিক ৬৬ ডলারে প্রতি আউন্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৯৩ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতি ভরিতে এর হিসাব দাঁড়ায় প্রায় ১ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (১ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ডলার সূচক (ডিএক্সওয়াই) বেড়ে ০.৩ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যচুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ঝুঁকিপূর্ণ সম্পদে আগ্রহী হয়ে উঠছেন।
ফিউচার মার্কেটেও স্বর্ণের দরপতন ঘটেছে। সেখানে প্রতি আউন্স বিক্রি হচ্ছে ৩,২৩০ দশমিক ৮০ ডলারে।
ইউবিএস ব্যাংকের বিশ্লেষক জিওভান্নি স্টাওনোভো বলেন, “চীনের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি হলে শুল্ক কমে যাবে, ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন অনুভব করছেন না। তাই স্বর্ণের চাহিদা হ্রাস পাচ্ছে।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৩,৫০০ ডলারে পৌঁছেছিল। তবে এখন তা ধস নেমেছে প্রায় ৮ শতাংশের মতো।
বিশ্লেষকরা বলছেন, যদিও এখন দাম কমছে, তবে ভবিষ্যতে যদি নতুন করে অর্থনৈতিক সংকট বা ভূরাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তাহলে স্বর্ণের বাজার আবারও চাঙা হতে পারে।
একালের সমাজ////র.ন
আপনার মতামত লিখুন :