ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২৫, ০৮:০৮ পিএম ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে ২২৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ২৭ হাজার ৭০৬ কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে দেশে আসছে ৮ কোটি ৭৩ লাখ ডলারের বেশি, যা দেশের ১ হাজার ৬৬ কোটি টাকার সমান। রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের (এপ্রিল) প্রথম ২৬ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের বিবরণ হলো:

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার,বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৪ লাখ ডলার,বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার,বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৪০ হাজার ১৩৮ কোটি টাকার সমান। সে হিসেবে প্রতিদিন প্রায় ১০ দশমিক ৬১ কোটি ডলার বা ১২৯৫ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।

 

কালের সমাজ//এ.স//এ.জে
 

Side banner
Link copied!