জামালপুরের সরিষাবাড়ীতে মে দিবসের অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিক দল নেতাসহ অন্তত ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তারা হলেন উপজেলা শ্রমিক দলের সদস্য ও কামরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক দুলাল মিয়া (৫৫) এবং শ্রমিক দল কর্মী রুবেল শেখ (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানের যোগদানের উদ্দেশ্যে শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠন শোভাযাত্রা নিয়ে বের হয়। পথিমধ্যে পৌরসভা চত্বর হতে পোস্ট অফিস রোডে সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক দল নেতা দুলাল মিয়া অভিযোগ করেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদারের সঙ্গে তর্কে জড়ানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার জানান, যমুনা সার কারখানা এলাকা থেকে একটা বহর নিয়ে গেলে কিছু লোক রাস্তার সাইড দিচ্ছিল না, এ ঘটনায় তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তারা শ্রমিক দলের নেতাদের মারধর করে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ইতোপূর্বে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং নতুন করে বিএনপিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন।
এব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত সভাপতি মো. চাঁদ মিয়া মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একালের সমাজ////র.ন
আপনার মতামত লিখুন :