ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোর থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনকর্মীরা।
বৃহস্পতিবার (১ মে) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এ যানজট শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার ব্যর্থ হয় তা সরাতে। পরে ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধার কাজ চালানো হয়।
সকাল ১০টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। চান্দিনা, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি এবং নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজটের ভোগান্তি চলতে থাকে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন,
“ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরানো হয়েছে।”
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান,
“চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।”
যাত্রী ও চালকরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় আটকে থাকায় খাবার, পানি ও টয়লেট সমস্যায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। দ্রুত বিকল্প ব্যবস্থা ও সমন্বিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।
কালের সামাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :