সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৭ দফা দাবির পক্ষে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার আহ্বানে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর মাওলানা ডা. আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা শাখার আমীর ও মনোনীত এমপি প্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য, জেলা ওলামা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন এবং উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও ৩ নং পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ইলিয়াস খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব সভাপতি আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান কামরুল, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নূরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, জামায়াতে ইসলামী মান্দা পূর্ব শাখা শিবির সভাপতি রোমান ইসলাম এবং পশ্চিম শাখা শিবির সভাপতি মাহমুদুল হাসান।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, “বর্তমানে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও বৈষম্য চলছে, তাতে করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। এজন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, জুলাইসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ‘পি.আর.’ পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।”
সমাবেশে বক্তারা বলেন, এসব দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :